বগুড়ায় ইয়াবাসহ পৌর কাউন্সিলর গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কানুপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মতিন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
শিবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, কাউন্সিলর মতিন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ অঞ্চলে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার বালিশের নিচে থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আব্দুল মতিন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তিনি অনেক আগে থেকে এ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
লিমন বাসার/আরএআর/আরআইপি