ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে অস্ত্রসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৮ জুন ২০১৭

বান্দরবানের আলীকদমের দুর্গম পোয়ামুহরি এলাকা থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক ও ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন আদুই ম্রো, জেনই ম্রো, আংইং ম্রো, মংউন ম্রো এবং তংইয়া ম্রো। তাদের সকলের বাড়ি দুর্গম পোয়ামুহরি এলাকায়।

আলিকদম জোন কমান্ডার মাহবুবুর রহমান বলেন, গতকাল রাতে পোয়ামুহরি এলাকা থেকে ম্রোদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পাঁচজনকে আটক করে। পরে তাদের সেনাবাহিনীর ক্যাম্পে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৫টি ছুরি এবং ৩টি মিয়ানমারের টুপি উদ্ধার করা হয়।

আলিকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়টি জানা নেই। বিষয়টি জেনে জানানো হবে।

সৈকত দাশ/এএম/আরআইপি