ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার আসামি সিরাজগঞ্জে গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৯ জুন ২০১৭

সাতক্ষীরা জেলায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলার প্রধান আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। 

শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খালিদ মঞ্জুরুল রোমেল (৩৮) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদাই বাদরা গ্রামের মৃত এম.এ. গোফরানের ছেলে।

বিকেলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে খালিদ মঞ্জুরুল রোমেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মঞ্জুরুল নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে সলঙ্গা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া উপজেলার এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল থেকে তাকে দেখে গাড়ির বহর নিয়ে তিনি যশোরে যাচ্ছিলেন।

পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে গাড়ির বহরটি সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলা সদরের বিএনপি অফিসের সামনে পৌঁছালে আসামি হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি বহরে গুলি চালায়। একইসঙ্গে তাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শেখ হাসিনা।

এসময় সাবেক এমপি মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এই মামলার প্রধান আসামি ছিলেন খালিদ মঞ্জুরুল রোমেল।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর