ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১০ জুন ২০১৭

নাশকতা, সরকারি কাজে বাধাদানের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাতে উধুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বিএনপি নেতা জাহিদুল ইসলাম সবুজ উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া গ্রামের হাজী জমশের আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার বিএনপি নেতা সবুজের বিরুদ্ধে নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম