ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডেপুটি স্পিকারের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৫ মে ২০১৫

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার আগমন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ঈদতাজুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া । এতে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী।

আলোচনা অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমজেড/এমএস