ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দায়িত্ব অবহেলায় স্টেশন মাস্টারসহ দুইজন বরখাস্ত

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১০ জুন ২০১৭

অল্পের জন্য রক্ষা পেল গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস ট্রেনের কয়েকশত যাত্রী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে করতোয়া এক্সপ্রেসের ট্রেনচালকের সচেতনতায় ট্রেন দুইটি মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান ও পয়েন্টসম্যান নুর মোহাম্মদকে লালমনিরহাট রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার তদন্তে রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফুয়াদ হোসেনকে (লালমনিরহাট) আহ্বায়ক ও সহকারী সিগন্যাল প্রকৌশলী মো. রফিকুল ইসলাম (বোনারপাড়া), সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সোবহান (বগুড়া) ও সহকারী যন্ত্র প্রকৌশলী (ওটি) মো. আকরাম হোসেনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

বোনারপাড়া রেলস্টেশন সূত্র জানায়, বোনারপাড়া রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ১নং লাইনে ও করতোয়া এক্সপ্রেস ২নং লাইনে থামার কথা। ১নং লাইনে আগে থেকেই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি এসে থেমেছিল। কিন্তু পয়েন্টসম্যানের গাফিলতির কারণে করতোয়া এক্সপ্রেস ২নং লাইনের পরিবর্তে ১নং লাইনে ঢুকে যায়

করতোয়া এক্সপ্রেসের ট্রেনচালক খুব তাড়াতাড়ি ট্রেনটি কন্ট্রোল করেন। এতে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন দুইটির কয়েকশত যাত্রী রক্ষা পায়। এ সময় আতাউর রহমান কর্মস্থলে ছিলেন না। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে আতাউর রহমান ও নুর মোহাম্মদকে শনিবার বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়।

বোনারপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার (চুক্তিভিত্তিক) আব্দুল জলিল শনিবার রাত পৌনে ৮টায় মুঠোফোনে জাগো নিউজকে বলেন, অসুস্থতাজনিত কারণে আমি পাঁচদিনের ছুটিতে আছি। সকালে একই লাইনে দুইটি ট্রেন ঢুকে পড়ার কথা শুনেছি।

গাইবান্ধা রেলস্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেম সন্ধ্যা পৌনে ৭টায় মুঠোফোনে জাগো নিউজকে বলেন, তাদের সাময়িক বরখাস্তের কথা শুনেছি।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. নাজমুল হকের মুঠোফোনে রাত সাড়ে ৮টায় যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি