ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরকীয়ার বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:২৪ এএম, ১১ জুন ২০১৭

পরকীয়ায় বাধা দেয়ায় সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের কঙ্কাবতী (৩৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী বিজন মোন্ডল (৪৪)। রোববার ভোর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় মারধর করা হত বলেও অভিেোগ রয়েছে।

কঙ্কাবতী আশাশুনির বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের অনিল কৃষ্ণ মোন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্বামী বিজন মোন্ডল যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করত। সম্প্রতি বিজন মোন্ডল পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে যায়। এরই জের ধরে রোববার ভোর রাতে বিজন মোন্ডল তার স্ত্রী কঙ্গাবতীকে বেদম মারধর করে। এক পর্যায়ে অচেতন হয়ে মৃত্যুবরণ করে কঙ্কাবতী। পরে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে স্ত্রীর আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা চালায়।

কঙ্কাবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন তিনি অনেক আগেই মারা গেছেন।

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জাগো নিউজকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরকীয়ার জের ধরে ঝগড়ার এক পর্যায়ে বেদম মারপিটে কঙ্কাবতীর মৃত্যু হয়। এরপর আত্মহত্যা বলে প্রচারণা চালায় স্বামী বিজন মন্ডল। তাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম