নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ
নিখোঁজের দুইদিন পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে মোস্তা মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া এলাকার করতোয়া নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মোস্তা মিয়া ওই গ্রামের মৃত আব্দুস ছামাদ মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে মোস্তা মিয়া ফুফু আয়তন বেগমের বাড়িতে বেড়াতে যান। এরপর তিনি বাড়ির বাহিরে বেড়াতে যান। তারপর থেকে তিনি নিখোঁজ হন।
তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রোববার বিকেলে করতোয়া নদীর গণকপাড়া এলাকায় মোস্তা মিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, মোস্তা মিয়ার মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
রওশন আলম পাপুল/এএম/পিআর