লঘুচাপের প্রভাবে চরাঞ্চল প্লাবিত
পটুয়াখালীতে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে রোববার দুপুরে চরের ঘরবাড়ি, মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে।
জানা গেছে, স্বাভাবিক জোয়ারের চাইতে ২-৩ ফুট উচ্চতর জোয়ারের পানি বেড়ে গিয়ে রাঙ্গাবালী উপজেলার উত্তর চরমোন্তাজ, বউবাজার, মোল্লা গ্রাম, চরনজির, উত্তর কাউখালী, গঙ্গিপাড়া, চরকাশেম, কলাগাছিয়া ও বাহেরচর কালিবাড়ি মন্দির এলাকাসহ বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরের কয়েকটি চরের ঘরবাড়ি, মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে।
অপর দিকে, বাউফলের চন্দ্রদ্বীপ, দশমিনার চর বোরহান, কুয়াকাটার খাজুড়া বেড়িবাঁধ ও সদর উপজেলার ছোটবিঘাই,বড়বিঘাই ইউনিয়ন এলাকাসহ বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরের কয়েকটি চরের ঘর-বাড়ি, মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে।
রাঙ্গাবালীর উত্তর চরমোন্তাজ মোল্লা গ্রামের নাসির উদ্দিন খান বলেন, আমার ঘেরে প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে।
রাঙ্গাবালীর চরনজির গ্রামের বাসিন্দা বারেক মৃধা বলেন, বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকে পুরো চর তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা তখন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর