স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে স্ত্রীকে কুপিয়ে স্বামী আকতার হোসেন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সেহরির পর যেকোনো সময় আত্মহত্যার এ ঘটনা ঘটে।
এর আগে রাত একটার দিকে স্ত্রী ইরানীকে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী আকতার মোড়ল (৩২)। আকতার হোসেন ঘোনা গ্রামের মৃত গহর মোড়লের ছেলে। স্ত্রী ইরানী রানী (২৭) একই গ্রামের একব্বার গাজীর মেয়ে।
স্থানীয় ইসরাফিল হোসেন জাগো নিউজকে জানান, ৮-৯ বছর পূর্বে আকতার মোড়লের সঙ্গে ইরানীর বিয়ে হয়। বছর খানেক আগে আকতার মোড়ল প্যারালাইসড হয়ে পড়েন। এরপর থেকে স্ত্রী ইরানী রানী অন্যের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
এ ঘটনা নিয়ে রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার পর নিজে বাড়ির পাশে আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতেই স্ত্রী ইরানীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবারের সদস্যরা।
আকরামুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ