ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১২ জুন ২০১৭

নিম্নচাপের প্রভাবে ২নং সতর্কতা সংকেত জারি হওয়ায় দেশের ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে লঞ্চ-স্পিডবোট সোমবার দুপুর থেকে বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা গেছে, নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার রাত থেকেই পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এর ফলে সোমবার সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে সকল নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা আরও উত্তাল হয়ে উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে এ রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে ঝুঁকি নিয়ে শিমুলিয়া পাড় থেকে কিছু লঞ্চ ছেড়ে আসতে দেখা গেছে। নদী উত্তাল থাকায় ফেরি পারাপারেও বিলম্ব হচ্ছে।

madaripur

টার্মিনাল ইন্সপেক্টর এবিএস মাহমুদ বলেন, নিম্নচাপের প্রভাবে রোববার রাত থেকেই পদ্মা নদী উত্তাল রয়েছে। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদী আরও উত্তাল হয়ে উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে এ রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক আ. ছালাম বলেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে পদ্মা উত্তাল থাকায় ফেরি পারাপারেও বিলম্ব হচ্ছে। তবে রোরো ফেরি চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি