ঝিনাইদহে গমের পরিবর্তে ভুট্টা চাষ, ন্যায্য মূল্য দাবি
ঝিনাইদহে গতবছর কয়েকশ হেক্টর জমির গমখেত হুইট ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার পর সেগুলোকে ধ্বংস করে জেলা কৃষি বিভাগ। এ রোগ নিয়ন্ত্রণে এ বছর গমচাষ বন্ধ করা হয়। তাই এ বছর গমের পরিবর্তে ভুট্টা চাষ করেছেন ঝিনাইদহের কৃষকরা। তবে তারা ভুট্টার ন্যায্য মূল্য দাবি করেছেন।
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার জেলায় ১২ হাজার ৬৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা গেল মৌসুমের তুলনায় এক হাজার ২৬৮ হেক্টর বেশি।
ঝিনাইদহ সদর উপজেলার ১০ মাইল এলাকার কৃষক মুন্না আলী জানান, এখন চলছে ভুট্টা কাটার মৌসুম। ঝিনাইদহ জেলার চাষিরা এখন ভুট্টা কর্তন, মাড়াই, শুকানো ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা খেত থেকে ভুট্টা কেটে সেগুলো বাড়িতে এনে নারী-পুরুষ সকলে মিলে মাড়াই ও শুকানোর কাজ করছেন।
মহেশপুর উপজেলার খালিশপুরের কৃষক ইদ্রিস মিয়া জানান, সাধারণত অক্টোবর মাসের ১৫ তারিখের পর থেকেই খেতে ভুট্টার বীজ বপন শুরু হয়। আর এপ্রিল-মে মাসের মাঝামাঝি সময়ে ভুট্টা কর্তন শুরু হয়।

আরেক কৃষক মোজাফ্ফর হোসেন জানান, এ বছর সুপার শাইন, এলিট, উত্তরোণসহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ভুট্টার চাষ বেশী হয়েছে। বিঘা প্রতি ভুট্টার ফলন হয়েছে ৫০ থেকে ৬০ মন। বাজারে প্রকারভেদে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা দরে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্ত নাজমুল আহসান জানান, ইতোমধ্যেই ৯০ ভাগ জমির ভুট্টা কর্তন শেষ হয়েছে। কৃষি বিভাগের নির্দেশনা মেনে চাষ করার ফলে ভুট্টার ভালো ফলন হয়েছে।
তিনি আরও জানান, গেল মৌসুমে গমের ব্লাস্ট রোগ হওয়ার কারণে এবার ভুট্টা চাষের ব্যাপারে চাষিদেরকে বেশি উৎসাহিত করা হয়েছিল। চাষিরা নির্দেশনা মেনে চলার কারণে ফলনও ভাল পেয়েছে। কর্তন সম্পূর্ণ শেষ হলে হেক্টর প্রতি ১০ টনের বেশি ফলন হবে বলেও আশা করেন নাজমুল আহসান।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি