ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০, আটক ৩

প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৩ জুন ২০১৭

নেত্রকোণার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে চানগাঁও গ্রামের ফারুক, টিটু মিয়া, বাচ্চু মিয়াকে আটক করেছে।

মঙ্গলবার বিকেলে পৌর সদরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে মদন পৌরসভার প্যানেল মেয়র হক্কু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চানগাঁও গ্রামের ফারুক, জামিরুল, শহীদুল, হারেছ, সাইদুল, মজিদুল, এনাম হোসেন, সাদিকুল মিয়া, সাইদ, জামাল, মাহাবুব মিয়া, দেওয়ান রানা, মো. সাগর মিয়া, শামীম, কামরুল ইসলাম, টিপু, নুর আলম মদন হাসপাতালে ভর্তি হয়েছে।

অপর পক্ষের বাড়িভাদেরা গ্রামের রিমেল, মোজাম্মেল, রয়েল, শাহীন, সোহান, রুবেল, আশরাফুল, রেনু, আবুল, আয়াতুল, কেশ মিয়া, রুহুল আমিন, কমল, শওকত, নুরুল আমিনকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাড়িভাদেরা গ্রামের পৌর প্যানেল মেয়র হক্কু মিয়ার ছেলে রয়েল চানগাঁও শাহাপুর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মামুনকে ছাত্রলীগের সমর্থন নিয়ে দ্বন্দ্বে মারপিট করে।

ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়ে চানগাঁওবাসী ঐক্যবদ্ধ হয়ে সোমবার পৌর সদরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৩ শতাধিক লোক প্রতিবাদী মহড়া দেয়।

এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যার আগে পৌর সদরে দুই পক্ষের মাঝে এ সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে বাড়িভাদেরা গ্রুপ পিছিয়ে পড়লে সড়কের ওপর প্যানেল মেয়রের নিয়ন্ত্রণাধীন দোকান পাট ভাঙতে শুরু করে। পরে আবার উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়।

কামাল হোসাইন/এএম/পিআর