ডিমলায় মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি
নীলফামারীর ডিমলায় সরকারী কাজে বাধা দেয়া ও পুলিশকে হুমকি দেয়ার ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। শুক্রবার রাতে এ সাধারণ ডায়েরি করা হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে ডিমলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকার স্বামী আল কদর (৩৮)কে সীমা সিনেমা হলসংলগ্ন বাসা থেকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াতের নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা বাসার ভিতরে পুলিশকে ঢুকতে বাধা প্রদান করে। দীর্ঘ ১ ঘন্টা পুলিশকে বাড়ির প্রধান ফটকে আটকে রাখেন এবং গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ডিমলা থানার এসআই তাজুল ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ভাইস চেয়ারম্যানের স্বামীকে গ্রেফতার করা সহজ বিষয় নয়। সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে ডিমলা থানার জিডি নং-৬০৭ (তারিখ-১৫/০৫/১৫ইং) দায়ের করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতা আল কদর সদর ইউনিয়নের কুমারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়। তার বিরুদ্ধে ব্যালট পেপার ছিনতাই, অগ্নিসংযোগের ঘটনায় প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন বাদী হয়ে মামলা নং-১০ দায়ের করে। উক্ত মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি জামায়াত নেতা আল কদর।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে জানায়, নিবাচর্নী মামলায় আল কদরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সরকারী কাজে বাধা ও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি