ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৬ মে ২০১৫

লক্ষ্মীপুরে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার সকালে সদর উপজেলার উত্তরজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে সদর হাসপাতালে ওই যুবকের লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১টার দিকে উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের ছৈয়াল বাড়ির মুজিবুল হকের ঘরে ওই অজ্ঞাত যুবক চুরি করতে ঢুকলে বাড়ির লোকজন তাকে আটক করে। এক পর্যায়ে বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সদর হাসপাতালে মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় ওই সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করে পুলিশ।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, সদর হাসপাতালে ওই যুবকের লাশ রেখে যাওয়ার সময় মহিউদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করা হয়। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অজ্ঞাত ওই যুবককে চুরির অভিযোগে এলাকাবাসী পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এসএস/আরআইপি