ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন চালিয়ে যাবো : সুলতানা কামাল

প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ মে ২০১৫

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, টিঅাইবি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও আইন সালিশকেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাবো। বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকার টিএসসি চত্বরে নারীর উপর যৌন হয়রানি এবং এর প্রতিবাদকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পিরোজপুরে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

শনিবার সকালে শহরের ক্লাবরোডে ‘পাল্টা আঘাত’ নামক একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় সুলতানা কামাল আরো বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ মৌলবাদী ও দুর্বৃত্তদের দখলে চলে যেতে পারেনা। আমরা সকল স্বাধীনতার স্বপক্ষ সমর্থকদের নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সুলতানা কামাল বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের উপর যৌন নিপীড়নকারী এবং এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা সিপিবির সভাপতি ডা. তপন বসু, সম্পাদক অ্যাডভোকেট দিলীপ পাইক, মহিলা পরিষদ সভানেত্রী মনিকা মন্ডল, সুজন সভাপতি মুনিরুজ্জামান নাসিম, মানবাধিকার কমিশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, সুপ্রর সম্পাদক মাঈনুল আহসান মুন্না, প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, উদীচীর সম্পাদক খালিদ আবু, শিক্ষক নেতা ইখতিয়ার হোসেন পান্না, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় নেতা দ্বীপক শীল, নারী নেত্রী রুহিয়া বেগম হাসি প্রমুখ।

হাসান মামুন/এসএস/আরআইপি