ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশে ভিশন ২০২১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩০ এএম, ১৬ মে ২০১৫

বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করার লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানার সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সভার শুরুতে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, বিদ্যুৎ, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে বর্তমান সরকারের যুগান্তকারী সাফল্য তুলে ধরেন।

আলোচনা শেষে জেলা তথ্য অফিসার সানজিদা আমীন উপজেলা সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। ব্রিফিং এ বর্তমান সরকারে ভিশন ২০২১ প্রণয়নে, সম্ভাব্য উচ্চতর প্রবৃদ্ধি অর্জন করে মানষের মৌলিক চাহিদ পূরণ করা, প্রকৃত অংশীদারত্বমূলক সহিংস গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, সামাজিক ন্যায় বিচার, নারীর অধিকার ও সুযোগের সমতা, আইনের শাসন, মানবাধিকার, সুশাসনসহ দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা ও অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নূরে-আলম রনী/এসএস/পিআর