ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে ৫৩১টি পরিবারের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৫ জুন ২০১৭

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় বান্দরবানের ৮টি আশ্রয়কেন্দ্রের ৫৩১টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বান্দরবান সাইক্লোন সেন্টারে বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

এসময় প্রতিমন্ত্রী বলেন, মানুষের কষ্টের দিনে ত্রাণ নিয়ে রাজনীতি করার কারণ নেই। রাজনীতি করি মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য।

তিনি আরো বলেন, বিএনপি ওইখানে বসে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে। কিন্তু এখানে এসে মানুষগুলো কেমন আছে, কী করছে সেটার খবর তো নিচ্ছে না। আমরা বিএনপির অপপ্রচারের নিন্দা জানাই।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র বেবী ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ, সদস্য রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ।

সৈকত দাশ/এফএ/পিআর