ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৬ মে ২০১৫

নরসিংদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার শিবপুর উপজেলার চালিতাকান্দি গ্রামের কলাগাছিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, একই গ্রামের আবদুস ছাত্তারের ছেলে রাহাত মিয়া (৬) ও জাকির হোসেনের ছেলে তানিম মিয়া (৪)।

তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে রাহাত স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানায়, রাহাত ও তানিম দুজন বাড়ির পাশ্ববর্তী নদীতে থাকা একটি নৌকায় খেলছিল। দুপুরের পর থেকে তারা নিখোঁজ হয়। এতে উদ্বিগ্ন পরিবারের লোকজন আশপাশে তাদের খোঁজ করেন। এক পর্যায়ে নদীতে তাদের মৃত দেহের সন্ধান পাওয়া যায়। তাদের উদ্ধার করে স্থানীয় শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাহাতের বড় ভাই মামুন বলেন, তারা নৌকায় খেলার সময় নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সঞ্জিত সাহা/এমএএস/পিআর