ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাপা নেতার ভয়ে আদালতে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৬ মে ২০১৫

সাতক্ষীরায় উপজেলা জাতীয় পার্টির নেতার ভয়ে আদালতে যেতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের হাবিবুর রহমান। শনিবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালের ২৭ মার্চ সন্ধ্যায় কালিগঞ্জের ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আবু মুনসুরের গল্প অবলম্বনে হুজুরের কেবালা নামে স্থানীয় মীর শাহিনুর রহমান একটি নাটক মঞ্জস্থ করেন। নাটকের একটি অংশে মহানবী (স) কে কটুক্তি করা হয়েছে বলে দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়।

এ ঘটনায় ৩১ মার্চ কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন একটি মিছিল নিয়ে মৌলিবাদীদের উস্কে দিয়ে স্থানীয় সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেন।

এ ঘটনায় ওই জাপা নেতাসহ অন্তত শতাধিক ব্যক্তির নামে মামলা হয়। ২০১৩ সালের ৩০ নভেম্বর জাপা নেতা মোশারফসহ ১৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে আদালতে বাদী নাজারি দিলে আদালত বাদীর উপস্থিতিতে শুনানীর দিন ধার্য করে। এ ঘটনায় মোশারফ ও তার বাহিনী প্রকাশ্যে বাদীকে হুমকি দেওয়ায় আদালতে হাজির হতে পারিনি তিনি। এ ঘটনায় বাদী আগামী ১৯ মে মামলার ধার্য দিনে হাজির হতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ফতেপুর গ্রামের আব্দুস সাত্তার, দক্ষিণ শ্রীপুর গ্রামের শাহিনুর রহমান, মিন্টু প্রমুখ।

এসএস/পিআর