ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ছাদে চিকিৎসাধীন বৃদ্ধের মরদেহ

প্রকাশিত: ১০:১১ এএম, ১৫ জুন ২০১৭

মুন্সিগঞ্জে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ হাসপাতালের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ হাজী রফিক বেপারী (৭০)।

নিহতের ভাতিজা মিজান বেপারী জানান, হাজী রফিক বেপারী (৭০) চিকিৎসার জন্য ৬ জুন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। ২য় তলায় পুরুষ ওয়ার্ডে ১নং বেডে ভর্তি ছিলেন তিনি। গত রোববার (১১ জুন) ভোররাত ৪টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধান না মিলায় সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (৬৬৫/১৭) করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ছাদে রফিক বেপারীর মরদেহ পাওয়া গেছে।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, গতকাল এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে বৃদ্ধের স্বজনরা। বৃহস্পতিবার হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সিভিল সার্জন ড. ছিদ্দিকুর রহমান জানান, রফিক বেপারীর বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার রনছ্ হাওলাপাড়া এলাকায়। গত ৬ জুন ঠাণ্ডাজনিত রোগে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ১১ জুন তিনি নিখোঁজ হন। আজ সকালে ছাদ পরিষ্কার করতে গিয়ে মরদেহ পাওয়া যায়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম