রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
রাজবাড়ী জেলার দৌলতদিয়া-খুলনা সড়কে বরিশালগামী সোনারতরী নামে একটি বাস ও মাহেন্দ্রর (থ্রি হুইলার) সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা শহরের লক্ষ্মীকোল এলাকার মৃত মাখন দত্তের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী দুলাল দত্ত (৪০) ও তার ছেলে সঞ্জয় দত্ত (১১)। দুর্ঘটনায় দুলাল দত্তের স্ত্রী গীতা রাণী দত্ত (৩২) ও তার আরেক ছেলে সজীব দত্ত (১৬) আহত হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তারা মানিকগঞ্জ জেলার শিবালয়ের মাচাইন গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা দৌলতদিয়া এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুলাল দত্তের মৃত্যু হয়। আর গোয়ালন্দ হাসপাতালে নেওয়ার পর তার ছোট ছেলে সঞ্জয় দত্তের মৃত্যু হয়।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জিগজ্যাগ কসরতে বাইক চালাতে গিয়ে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
- ২ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল
- ৩ সুদানে হামলায় নিহত সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন
- ৪ ১৭ বছরে দেশের আইনশৃঙ্খলা-অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে
- ৫ সুদানে নিহত কুড়িগ্রামের দুই শান্তিরক্ষীর দাফন সম্পন্ন