ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজনৈতিক পরিচয় যাই থাকুক, তারা শহীদ

প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৫ জুন ২০১৭

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, পাকিস্তানিদের হাতে যারা শহীদ হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক, তারা শহীদ। আমরা শহীদদের সম্মান জানাতে এসেছি। তিনি আরও মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা রক্ষার্থে আবারও মহাজোট সরকারকে ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নোয়াখালীর সদরের শ্রীপুর ও সোনাপুরে শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় হল রুমে ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মানছুরুল হক খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময়, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলন, মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্ছু, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান। এ সময় শহীদ পরিবারের সদস্য,মুক্তিযোদ্ধা ও স্কুলের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

এর আগে শাহরিয়ার কবির আহমদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন এবং এ হত্যায় ১১৮ জন শহীদের স্মরণে ১১৮টি বৃক্ষরোপন করেন।

মিজানুর রহমান/এএম/জেআইএম