ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটকেলঘাটায় ভালোবাসার মঞ্চের ইফতার

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৫ জুন ২০১৭

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভালোবাসার মঞ্চের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, জাগোনিউজ২৪.কম, বিজয় টিভি ও প্রতিদিনের সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম মফিদুল ইসলামের পরিচালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উজ্জল বিশ্বাস, এএসআই কৃষ্ণ, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের প্রভাষক নাজমুল হক, কপিলমুনি কলেজের প্রভাষক ইয়াছিন আলী, পাটকেলঘাটার বিশিষ্ট সমাজ সেবক লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক পাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

ifter

এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন কাননের সভাপতি ফরিদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উইনম্যাক্স সাতক্ষীরার ইনচার্জ আল মামুন, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মুনসুর রহমান, দৈনিক সাতক্ষীরার স্টাফ রিপোর্টার তোহা খান, ওরা ১৩ জন সংগঠনের সভাপতি এসএম হাবিবুল তুহিন, সাংবাদিক জামালউদ্দীনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আমরা সকলেই মানুষ। ইফতার মাহফিলে হিংসা বিদ্বেষ ভুলে এককাতারে দাঁড়িয়ে ভালোবাসা ও সহমর্মিতার প্রচার প্রসারের আহ্বান জানানো হয়। দোয়া করা হয় সকল মানুষের জন্য। দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইয়াছিন আলী।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম