ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহিলা জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৫ জুন ২০১৭

সাতক্ষীরার তালা উপজেলায় গোপন বৈঠককালে মহিলা জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী জামায়াত নেত্রী রাহাতুন সুলতানার বাড়িতে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম, সেক্রেটারি সুফিয়া বেগম, দফতর সম্পাদক রাহাতুন সুলতানা, আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, মাছুরা বেগম, শেফালী বেগম, মারুফা খাতুন, মরিয়ম খাতুন, শিরিনা বেগম, ডলি সুলতানা, নুর হাজান খাতুন ও রওশানারা বেগম।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে তাদেরকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জামায়াতের জিহাদি বই। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম