ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীবরদীতে বিদ্যুৎস্পর্শে মাদরাসা শিক্ষক নিহত

প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৬ জুন ২০১৭

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পর্শে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীবরদী পৌর শহরের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৬৫) ফতেহপুর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ফতেহপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে উদ্ধৃতি দিয়ে ফতেহপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম জানান, নিজ বসতঘরে বিদ্যুতের সংযোগে ত্রুটি দেখা দিলে শুক্রবার দুপুরে নিজেই সেটি মেরামত করতে থাকেন শিক্ষক আব্দুল মান্নান।

এসময় অসাবধানতাবশত ওই সংযোগে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানা পুলিশের ওসি এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাকিম বাবুল/এমএএস/পিআর