আন্দোলনের মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই : কাদের
ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত আট বছর ধরেই তো এ কথা বলে আসছে। দেশে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিপক্ষে আন্দোলন করার মতো বস্তুগত কোনো পরিস্থিতি বর্তমানে নেই।
শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্থানীয় বসুরহাট পৌরসভা মিলনায়তনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ি দখলমুক্ত করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমদের আরও তিনটি বাড়ি আছে। এটি সবাই জানে। অথচ তিনি বলেছেন ফুটপাতে থাকবেন। তিনটি বাড়ির মধ্যে একটি তিনি বিদেশিদের কাছে ভাড়া দিয়েছেন। সেখান থেকে মাসে চার লাখ টাকা ভাড়া পান। তার এ ধরনের কথা বছরের সেরা হাসির নাটক ।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক আগেই বলে দিয়েছেন আগামী নির্বাচনে বিএনপি ভোট করবে এবং তারাই হবে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। আগামী নির্বাচন সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের অধীনে হবে। এখানে সহায়ক সরকারের কোনা বিধান নেই।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কাজে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সংস্থা নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সেনাবাহিনীও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্ট্রাইকিং হিসেব দায়িত্ব পালন করবে। এখানে সরকারের কিছুই করার নেই।
এ সময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/আরএআর/পিআর