ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতজনকে হুমকি দিয়ে রক্তমাখা কাফনের কাপড়!

প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৭ জুন ২০১৭

নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলামসহ সাতজনকে হত্যার হুমকি দিয়ে রক্তমাখা কাফনের কাপড়সহ দুটি চিঠি এসেছে জেলার প্রেসক্লাবে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকে মৃত্যুর হুমকি দিয়ে ওই রক্তমাখা কাফনের কাপড় পাঠানো হয়।

শনিবার কোনো এক সময় নাটোর প্রেসক্লাবের হল রুমের দরজার কাছে সাদা খামে ভরা চিঠিটি সবার অগোচরে কে বা কারা ফেলে রেখে যায়। পরে বেলা ২টার দিকে নাটোর প্রেসক্লাবের কেয়ার টেকার বিশ্বজিৎ দাস চিঠিটি দেখতে পেয়ে তা প্রেসক্লাব কতৃপক্ষের হাতে দেয়।

চিঠিতে অন্যান্য যাদের নাম রয়েছে তারা হলেন নাটোর জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল­াহ আল সাকিব বাকী, দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, জেলা তাঁতিলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, প্রেসক্লাবের কেয়ারটেকার বিশ্বজিৎ চিঠিটি দেখতে পেয়ে তা প্রেসক্লাব কর্তৃপক্ষের হাতে দেন। পরে খামটি খুললে তার মধ্যে কাফনের কাপড়সহ চিঠিটি তারা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি সংগ্রহ করে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ ব্যাপারে শরিফুল ইসলাম রমজান নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, তিনি সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। তাই কেউ ভীতি প্রদর্শনের জন্য এ চিঠি দিয়ে থাকতে পারে। তবে তিনি এ ব্যাপারে ভীত নন।

রেজাউল করিম রেজা/এএম/এমএস