ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় ভেন্টিলেটার ভেঙে তিন দোকানে চুরি

প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৭ জুন ২০১৭

ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে শনিবার ভোর রাতে ফিল্মি স্টাইলে ভেন্টিলেটার ভেঙে তিনটি দোকান থেকে ১০ লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে।

দোকানগুলো হচ্ছে- চঞ্চল টেলিকম, এসএম ট্রেডার্স ও হাবিব স্টোর।

এসএম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী গোলাম সরোয়ার জানান, রাতে তারা দোকান বন্ধ করে চলে যান। সকালে দোকানে এসে দেখেন ড্রয়ার এলোমেলো। এরপর ভেন্টিলেটার ভাঙা পাওয়া যায়। তার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া চঞ্চল টেলিকম থেকে নগদ ৬ লক্ষাধিক টাকা ও কিছু নতুন মোবাইল ফোন, হাবিব স্টোর থেকে ১.৫ লক্ষাধিক টাকা, লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মালামালসহ মোট ১০ লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মৌখিকভাবে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস