ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহনকে প্রতিবন্ধীবান্ধব করার উদ্যোগ

প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৮ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহন ব্যবস্থাকে ‘প্রতিবন্ধীবান্ধব’ করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে রোববার বেশ কয়েকটি লোকাল বাসে প্রতিবন্ধী ও মহিলাদের জন্য ৩টি আসন সংক্ষণের স্টিকার লাগানো হয়েছে।

বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী বাসস্ট্যান্ডে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব স্টিকার লাগান।

এ সময় তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই কারো না কারো স্বজন। তাদের প্রতি আমাদের করুণা নয়, বিশেষ দৃষ্টি দিতে হবে।

B-baria

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কোনো পরিবহনেই প্রতিবন্ধী ও মহিলাদের জন্য আসন সংরক্ষিত নেই। এখন থেকে প্রতিটি লোকাল গাড়িতে প্রতিবন্ধী ও মহিলাদের আসন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে পুলিশ।

পর্যায়ক্রমে জেলা থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচালকারী পরিবহনেও প্রতিবন্ধী ও মহিলাদের জন্য আসন নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন