লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মহিবুল আলম মোহন (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার রাতে লালমনিরহাট রংপুর-মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতা মোহন লালমনিরহাট শহরের টিঅ্যান্ডটি মোড়ের আব্দুস ছালাম বাদশা মিয়ার ছেলে এবং লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে রংপুরের উদ্দেশে একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় মোস্তাফি বাজার এলাকায় মোটরসাইকেলটি স্লিপ কেটে পড়ে যায়। এতে বুকে আঘাত পায় মোহন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা