ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৭ মে ২০১৫

নীলফামারী সদরে পৃথক দুই অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টায় প্রথম অগ্নিকাণ্ড ঘটে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়ার পূর্ব বকসিপাড়া গ্রামে। সেখানে ১৮টি পরিবারের ৪১টি ঘর পুড়ে গেছে। একই দিন দুপুরে অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বাবড়িঝাড় কাচারী বাজারে। সেখানে পুড়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান।

জানা যায়, কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া পূর্ব বকসিপাড়া গ্রামের জাহিদুলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় গ্রামের ১৮ পরিবারের ৪১ ঘর, ঘরের আসবাবপত্র, ধান, চাল, আলু, সরিষা, ভুট্টা, নগদ এক লাখ সত্তর হাজার টাকা পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে নীলফামারী দমকল বাহিনী এলেও সংকচিত রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে বেগ পেতে হয়।

ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে এই গ্রামে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার পক্ষ থেকে দুপুরে ক্ষতিগ্রস্তদের খাবার ব্যবস্থা ও প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, আধা কেজি করে ডাল, আলু, লবণ, ভোজ্য তেল দেয়া হয়েছে।

এদিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও ইউএনও সাবেত আলী। এসময় উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারকে তিনশ করে টাকা এবং সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জান নূরের পক্ষে একটি করে শাড়ি, লুঙ্গি এবং কম্বল বিতরণ করেন।

এদিকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বাবড়িঝাড় কাচারী বাজারে। রোববার বেলা ১২টার দিকে ওই বাজারের টিভির মেকার লুৎফর রহমানের দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ১৪ দোকান-ঘর, রক্ষিত মালামাল পুড়ে ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে নীলফামারী দমকলবাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জাহেদুল ইসলাম/এসএস/আরআই