বৈরী আবহাওয়া ও দিনমজুরের যুদ্ধ
আর পারতেছি না। সারাদিন ধরে ঝিরঝির বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমাদের কেউ কাজে নেয় না। সারাদিন বসে থাকতে হয়। সংসারে ৫টা মুখ আর তার উপর সামনে ঈদ। কিভাবে যে কী করবো, বুঝতেই পারতেছি না। কথাগুলো বলছিলেন সদর উপজেলার পোড়াহাটি গ্রামের দিনমজুর ইসলাম।
তার কথার সঙ্গে সূর মিলিয়ে মধুপুর গ্রামের মনজের আলী বলেন, বাজারে সব জিনিসের দাম আকাশে উঠে গেছে। কেমনে কী হবে? বেতন বাড়ে কয়েকজনের আর বাজারে দাম বাড়ে সকলের জন্যে। আমাগো মতো মানুষ তো মানুষ না।
20170619143736.jpg)
সরেজমিনে জানা যায়, ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে সেই কাক ডাকা ভোর থেকে জড়ো হতে থাকে কয়েকশ মানুষ। যারা কিনা জমিতে যোগালের কাজে, বাসা-বাড়িতে মিস্ত্রির সঙ্গে, বিভিন্ন ধরনের হেলপারের কাজের সন্ধানে এখানে জড়ো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে মিস্ত্রি বা বাড়ির মালিকরা এসে তাদের দিনমজুর হিসেবে ভাড়া করে নিয়ে যায়। কিন্তু বিপত্তি ঘটে যখন দিনের পর দিন আবহাওয়া খারাপ থাকে।
এ সকল মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, এরা কাজ করে যা পয়সা পায় তাই দিয়ে বাজার করে। কাজ না থাকলে কীভাবে তাদের দিন চলে তা তারা নিজেরাও জানে না। কেউ কউ আছে যারা ৩০ বছরের উপর এই কাজের সঙ্গে জড়িত। আবার কেউ কেউ একেবারেই নতুন।
তারা আরও জানায়, এমনিতেই ঈদের আগে মানুষ কাজ কাম খুব কম করায়। তার উপর এই বৈরী আবহাওয়া।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর