ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ০২:৫৯ এএম, ২০ জুন ২০১৭

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ জুন) দিনগত রাত ৮টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হামলার ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় আতঙ্কে বাজারে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম শামীম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মো. সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন ও সদস্য শরীফ। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জানান, গত শনিবার (১৭ জুন) ইউনিয়ন বিএনপির পূর্বঘোষিত ইফতার মাহফিল বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারে বিক্ষোভ করে এবং বিএনপির কিছু ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানায়। এর জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন আল মামুন ও সভাপতি পদ প্রত্যাশী আওলাদ হাওলাদারের নের্তৃত্বে ২০-২৫ নেতাকর্মী বাজারে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকবর হোসেন সম্রাট বলেন, কোন কারণ ছাড়াই আমাদের নিরপরাধ নেতাদের উপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি করছি।

তবে ছাত্রলীগ নেতা আওলাদ হাওলাদার বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়া হয়েছে। হামলা বা কাউকে পেটানো হয়নি। ফেসবুকে আমাকে বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় ধাওয়া দিয়েছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

কাজল কায়েস/আরএস/পিআর