অল্পের জন্য রক্ষা পেলেন ২ হাজার যাত্রী
অল্পের জন্য রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস দু’টি আন্তঃনগর ট্রেনের ২ হাজার যাত্রী।
রোববার বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে একই লাইনে দু`দিক থেকে দুটি ট্রেন একই সময় প্রবেশ করায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। কিন্তু, ট্রেনের চালক ঘটনাটি অনুভব করায় সংঘর্ষের পূর্বে ট্রেনটির গতি থামিয়ে দেয়ায় সংঘর্ষ থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এতে দুটি ট্রেনের ২ হাজার ট্রেন যাত্রী বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
স্টেশন এলাকার ব্যবসায়ী ও ট্রেন যাত্রীরা জানায়, বিকেল ৪টা ৫০ মিনিটে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ২ নং লাইনে এসে দাঁড়ায়। একই সময় বিপরীত দিক হতে সৈয়দপুর গামী রূপসা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সিগন্যাল অমান্য করে একই লাইনে প্রবেশ করে। দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা চিৎকার করতে শুরু করলে রূপসা ট্রেনের চালক ট্রেনটির গতি থামিয়ে দিলে ট্রেন দুটি মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায়। পরে রূপসা এক্সপ্রেস ট্রেনটি পিছনে ফিরে গিয়ে ১ নং লাইনে প্রবেশ করে।
এই বিষয়ে স্টেশন মাস্টার (চলতি দায়ীত্ব) আব্দুস ছাত্তারের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিক দেখে কথা না বলে চলে যায়।
স্টেশন এলাকার বাসিন্দারা জানায়, স্টেশন মাস্টার আব্দুস ছাত্তার স্টেশনের দায়িত্ব পালন না করে স্টেশনের বিশেষ বিশেষ জায়গায় সময় কাটাতে যায়, আজও ঘটনার সময় তিনি স্টেশনে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ফুলবাড়ী স্টেশনে কয়েক দফায় একই ঘটনা ঘটে। ২০১৩ সালে ভোর রাতে দুটি আন্তঃনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা আজও ভুলেনি এই এলাকার মানুষ। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইতোপূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঠিক তদন্ত ও দায়ীদের বিচার না হওয়ায় আবারো একই ঘটনা ঘটলো।
পার্বতীপুর জিআরপি থানা পুলিশের ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে।
দিনাজপুর প্রতিনিধি/ এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন