গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১১
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রতিপক্ষের হামলায় আজাহার আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজাহার আলী।
মঙ্গলবার ভোররাতে ফুলছড়ির খোলাবাড়ী চরের আদর্শগ্রামের সাত্তার বাহিনী একই গ্রামের লাল মিয়ার পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ আজাহার আলীসহ আরও ১১জন আহত হন। এর মধ্যে আজাহার আলী ও আজিত মিয়ার অবস্থা গুরুতর ছিল।
ফুলছড়ি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার ভোররাতে আদর্শগ্রামের সাত্তার বাহিনী একই গ্রামের লাল মিয়ার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সাত্তার বাহিনীর লোকজন এলোপাথারি গুলি করেন। এ সময় আজিত মিয়া ও আজাহার আলী গুলিবিদ্ধ ও আরও ১০জন গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আজাহার আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহতরা হলেন- আয়াজ উদ্দিন (৩৫), রফিক মিয়া (২৮), আজম মিয়া (৩০), রইচ উদ্দিন (৩৮), রহিম মিয়া (৩২), ওহাব উদ্দিন (৩৫), ইয়াকুব আলী (৩২), জেলহক মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), হাতেম আলী (৪০) ও আজিত মিয়া (৫০)।
গাইবান্ধা সদর হাসপাতার সূত্রে জানা যায়, আজাহার আলী ও আজিত মিয়াকে মঙ্গলবার সকাল ৮টার দিকে ও অন্যান্যদের পরে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আজাহার আলী ও আজিত মিয়ার অবস্থা গুরুতর ছিল। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জাগো নিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজাহার আলীর মৃত্যু হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
রওশন আলম পাপুল/আরএআর/জেআইএম