সাতক্ষীরায় যুবলীগের অফিসে আগুন
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন যুবলীগের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে আলীপুর ইউনিয়নের মাহমুদপুরে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ স্থানীয় যুবলীগের অভ্যন্তরীন কোন্দলকে দায়ী করলেও যুবলীগের দাবি তাদের মধ্যে কোনো কোন্দল নেই।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জাগো নিউজকে জানান, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক পক্ষ ইউনিয়ন যুবলীগের অফিসটিতে আগুন দিয়েছে। এতে অফিসের চেয়ার টেবিলসহ ফার্নিচার পুড়ে গেছে। আগুনে বঙ্গবন্ধুর ছবিটি রক্ষিত থাকলেও প্রধানমন্ত্রীর ছবি আংশিক পুড়ে গেছে। ঘটনায় তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমাদের নিজেদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমাদের কেউ এমন করেছে এটা মনে করছি না। তবে সরকারবিরোধীরা করেছে কিনা খোঁজ খবর নেয়া হচ্ছে। থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়