ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১১:৪৭ এএম, ২০ জুন ২০১৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খোশালপুর সীমান্তে খোলপুর গ্রামের সোহেল তরফদার ও হরুন অর রশিদ সীমান্তের ওপারে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় সকাল ১০টার দিকে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

৫৮- বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের চেষ্টা করা হচ্ছে। ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহ দুটি নিয়ে গেছে। মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস