দিনাজপুরে ট্রাক্টর চাপায় হেলপার নিহত
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের চাপায় সবুজ কুমার রায় (১৮) নামে এক হেলপারে মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ফুলপুর এলাকায় নদীতে ট্রাক্টর নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ কুমার রায় পার্বতীপুর উপজেলার কুতুবপুর গ্রামের বিমল রায়ের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, উপজেলার ফুলপুর এলাকার একটি নদীতে সকাল সাড়ে ৭টায় হেলপার সবুজ ট্রাক্টর ধোওয়ার জন্য নিয়ে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় সবুজ ঘটনাস্থলেই নিহত হন।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন