ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে আদালতের কর্মচারীকে জেলে প্রেরণ

প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৮ মে ২০১৫

বরিশালে মারামারি মামলায় আদালতের এক কর্মচারীকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সাঁট মুদ্রাক্ষরিক মো. সুলতান তার স্ত্রী কাবেরী বেগমকে নিয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

এসময় যুগ্ম দায়রা জজ বেগম নুসরাত জাহান কাবেরী বেগমের জামিন মঞ্জুর করেন। তবে সাঁট মুদ্রাক্ষরিক মো. সুলতানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ খবর শুনে জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীরা হতাশা প্রকাশ করে কিছুক্ষণ কাজ বন্ধ রাখেন।

মো. সুলতান নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দায়িত্বরত এএসআই মো. হারুন জানান, গত ১২ মে কোতয়ালী মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় মো. সুলতান, তার স্ত্রী কাবেরী ও ছেলে তহিদুল ইসলাম আসামি। ওই মামলায় তারা দু’জন আত্মসমর্পণ করলে আদালত একজনকে জামিন ও একজনকে কারাগারে পাঠান। এসময় তাদের ছেলে অনুপস্থিত ছিলো।

সাইফ আমীন/এসএস/আরআইপি