ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে চিংড়ি ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৮ মে ২০১৫

বাগেরহাটে চিংড়ি ঘের থেকে মো. জুয়েল শাহ (২৮) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের হালিম মোড়লের চিংড়ি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুয়েল শাহ মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের খুনিরখন্ড গ্রামের মো. শাহজাহান শাহের ছেলে।

চিংড়ি ঘেরের মালিক হালিম মোড়ল বলেন, গত বুধবার পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার শ্রমিকের হাট থেকে জুয়েল শাহকে ঘেরের কর্মচারী হিসেবে নিয়ে আসি। আর সেই থেকে জুয়েল আমার চিংড়ি ঘেরের বাসায় থেকে মাছের খাবার দেয়াসহ বিভিন্ন কাজ করছিল। সোমবার আমার পাশের ঘের মালিক ঘেরের পানিতে জুয়েলের মরদেহ ভাসতে দেখে আমাকে খবর দেয়। আমি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

বারুইপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইনচার্জ বিশ্বজিত কুমার বসু ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, আড়পাড়া গ্রামের হালিম মোড়লের মাধ্যমে সংবাদ পেয়ে তার চিংড়ি ঘেরে যাই। সেখানে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় ঘের কর্মচারী জুয়েলের মরদেহ উদ্ধার করি। তার শরীরে কোনো আঘাতের চি‎হ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জুয়েলকে হত্যা করা হয়েছে না কি পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছেনা। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শওকত আলী বাবু/এআরএ/পিআর