ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই

প্রকাশিত: ০৫:০৪ এএম, ২২ জুন ২০১৭

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে দ্রুত গতিতে চলছে যানবাহন। বৃহস্পতিবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের মির্জাপুর উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকার কোথাও কোনো যানজট কিংবা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ১০টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে সরেজমিন গিয়ে দেখা গেছে মহাসড়কে দ্রুত গতিতে যান চলাচল করছে। পাশেই গাছের নিচে পুলিশের দুই কনস্টেবল বেঞ্চে বসে বিশ্রাম করছেন।

তারা বলেন, সকাল থেকে মহাসড়কে কোনো যানজট লাগেনি। স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, টাঙ্গাইল জেলা পুলিশ মহাসড়কের যমুনা সেতু পূর্বপার থেকে মির্জাপুর ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার এলাকায় ৭৭৭ জন পুলিশ সদস্য নিয়োজিত করেছে। মোটরসাইকেল ও গাড়ি নিয়ে টহলেও রয়েছে পুলিশ। এছাড়া ঈদের রাত পর্যন্ত প্রতিদিন তিন ভাগে বিভক্ত হয়ে এক কিলোমিটার দূরত্বে মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিরাপত্তার কাজে পুলিশ নিয়োজিত থাকবে। 

mirzapur

মির্জাপুরের অটো রিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, তিনি ভোর ৫টা থেকে সদরে রিকশা চালাচ্ছেন। একাধিকবার তিনি মহাসড়কের যাত্রী নিয়ে গেছেন। তিনি যানজট দেখেননি বলে জানান।

মহাসড়কের দেওহাটা এলাকায় কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ বলেন, মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে। 

মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তুহিন খান জানান, সকাল থেকেই তিনি মহাসড়কে টহলে রয়েছেন। কোথাও কোনো যানজটের খবর পাননি। তবে চালকরা ট্রাফিক আইন মেনে চললে যানজটের সৃষ্টি হবে না বলে তিনি উল্লেখ করেন।

এস এম এরশাদ/আরএআর/আরআইপি