ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেন্দীগঞ্জে ভুয়া পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৮ মে ২০১৫

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা চলাকালীন মো. মাহমুদুল হাসান নামে (২২) এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মাহমুদুল উপজেলার পূর্বসট্টি এলাকার বাসিন্দা মো. আমিনুলের ছেলে।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছালাম মোল্লা জানান, মাহমুদুল উপজেলার আর সি কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসাইনের প্রবেশ পত্র ব্যবহার করে তার হয়ে ‘হিসাব বিজ্ঞান’ পরীক্ষা দিচ্ছিলেন। কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে মাহমুদুলের প্রবেশ পত্র দেখতে চান। প্রবেশ পত্র বের করলে দেখা যায় পরীক্ষার্থী রায়হান হোসাইনের প্রবেশ পত্রের ছবি ফেলে দিয়ে সেখানে কম্পিউটারে স্ক্যান করে তার ছবি লাগানো হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কেন্দ্র কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে বলে জানান তিনি।

সাইফ আমীন/এসএস/পিআর