পুলিশ পরিচয়ে রাবি ছাত্রকে অপহরণের পর মীমাংসা!
প্রতীকী ছবি
রাজশাহীর দুর্গাপুরে পুলিশ পরিচয়ে আজিজুর রহমান মানিক (২৬) নামের এক ছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে শান্তি নীড় নামের মাদক নিরাময় কেন্দ্রের ৭ জন ব্যক্তি।
সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার কানপাড়া গ্রামের নিজ বাসা থেকে তুলে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে নিয়ে যায়। মানিক ওই গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে।
মানিকের বাবা আমজাদ হোসেন কানপাড়া গ্রামের নারায়নপুর জামে মসজিদের পেশ ঈমাম। এছাড়া মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
মানিকের বাবা আমজাদ হোসেন জানান, সোমবার দিনগত রাত ৩টার দিকে ৭ জন লোক নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে তার ছেলে মানিকের বিরুদ্ধে অভিযোগ আছে বলে মুখে কালো কাপড় পড়িয়ে ও হাত-পা দড়ি দিয়ে বেঁধে নগরের ভদ্রার ওই মাদক নিরাময় কেন্দ্রে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তার হাতে একটি ঠিকানা সম্বলিত কাগজ দিয়ে যায় যোগাযোগের কথা বলে।
পরে ওই ঠিকানার সূত্র ধরে ছাত্রের পরিবারের লোকজন নগরের বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ করে। এরই প্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশ ভদ্রা পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে অপহৃত মানিককে উদ্ধার করে। পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এ সময় মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান হাবিবুর রহমান হবুসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আমজাদ হোসেন বলেন, অপহরণের ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করতে চাইলেও পুলিশ তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত দুপুরে থানায় বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।
তিনি বলেন, মীমাংসায় হাবিবুর রহমান দোষ স্বীকার করে ভুল তথ্যের ভিত্তিতে আজিজুর রহমানকে ধরে নিয়ে এসেছিল বলে দাবি করে। ওই ঘটনায় সে ক্ষমা চেয়ে নেয় আমার কাছ থেকে।
এছাড়া পুলিশের কাছে অভিযুক্ত হাবিবুর রহমান হবু তুলে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও পুলিশ পরিচয় দেওয়ার কথা অস্বীকার করেছে।
তিনি জানান, তাদের কাছে তথ্য ছিল দুর্গাপুরের আমজাদ হোসেনের ছেলে আজিজুর রহমান মাদকাসক্ত। তাই তাকে নিরাময়কেন্দ্রে নিয়ে আসা হয়।
তবে নগরের বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদ হাসান জানান, বিষয়টি উভয়পক্ষের সম্মতিতেই মিমাংসা করে দেওয়া হয়েছে। আজিজুর রহমানের পরিবার থেকে অভিযোগ করা হয়নি বলেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শাহরিয়ার অনতু/এমএএস/পিআর