ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৮ মে ২০১৫

বগুড়ায় র‍্যাব-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এর মধ্যে এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার সায়িকান্দি উপজেলার ত্রিপল গ্রামের মৃত মাহফুজুর রহমানের স্ত্রী মমতা সরকার সাবা (৩২), একই উপজেলার নারচী ফকিরপাড়ার আবেদ আলী প্রামানিকের ছেলে রিপন প্রামানিক (২৫) ও পশ্চিম নয়াপাড়ার আজাহার আলীর ছেলে স্বাধীন মিয়া(২৩)।

এর মধ্যে সাবাকে শহরের চেলোপাড়া এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। অপর দুজনকে সোমবার সকালে নিজ এলাকা থেকে সারিয়াকান্দি থানা পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে র্যাব ও পুলিশ সূত্র জানা গেছে।

লিমন বাসার/এসএস/আরআইপি