ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

প্রকাশিত: ১১:০২ এএম, ২৩ জুন ২০১৭

নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। আর এতেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।

শুক্রবার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি ঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনাল এলাকাগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঘরমুখো যাত্রীরা জানান, নদীর ওপারে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় যানজটে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে নদী পার হওয়ার পর ভোগান্তিতে পড়তে হয়নি।

rajbari

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ম্যানাজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। তবে দৌলতদিয়া ঘাটে কোনো যানজট নেই। যানবাহন ও যাত্রী পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোটবড় ১৮টি ফেরি চলাচল করছে এবং চারটি ফেরিঘাটের চারটিই চালু রয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা ঘাটের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৩২টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ২০টি ও আরিচা-কাজিরহাট রুটে ১২টি লঞ্চ চলাচল করছে। তাছাড়া দুপুরের পর থেকে আরিচা-কাজিরহাট রুটের লঞ্চগুলো দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচল করছে। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো যাত্রী বহন করা হচ্ছে না বলে তিনি জানান।

রুবেলুর রহমান/আরএআর/এমএস