ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া পরিষদের ইফতার
এতিম ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার করেছে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব কল্যাণ পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সুং ফুড গার্ডেন নামক একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোক্তাদির চৌধুরী (এমপি)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলিম আফজাল, কর কমিশনার (কর অ্যাপিরাত বিভাগ) ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দীন মঈন ও মহিউদ্দিন আহমেদ মহি, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মনির ঠাকুর ও সেন্স গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম অাহমেদ।
ইফতার শেষে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব কল্যাণ পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর আমন্ত্রিত অতিথির ধন্যবাদ জানান।
এমএএস/এমএস