ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় প্রবীণদের মাঝে ‘ঈদি’ বিতরণ

প্রকাশিত: ০৬:৩০ এএম, ২৪ জুন ২০১৭

দেশের অন্যান্য জেলাগুলোর মতো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংগঠন রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এক্ষেত্রে ‘বাউনবাইরার কতা’ নামের ফেসবুক ভিত্তিক সংগঠন কিছুটা ভিন্ন। নিজ জেলার আঞ্চলিক ভাষাকে লালন আর বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত থাকার পাশাপাশি এ সংগঠনটি অসহায় প্রবীণদের নিয়েও কাজ করে থাকে।

প্রতিবারের মতো এবারও আড়াইশ অসহায় প্রবীণের মাঝে ‘ঈদি’ হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গেল তিন বছর ধরে প্রতি ঈদেই অসহায় প্রবীণদের ‘ঈদি’ দিয়ে আসছে ‘বাউনবাইরার কতা’ সংগঠনটি।

এছাড়া প্রজেক্ট সাবলম্বীর আওতায় ৫ জন অসহায়কে সেলাই মেশিন, একজনকে ভ্যান ও দুইজনকে রিকশা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

সংগঠনের পরিচালক সৈয়দ রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়রপারসন মো. আউয়াল আল কবীর, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

সংগঠনের সদস্য বাছির দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঈদি বিতরণ ও প্রজেক্ট সাবলম্বীর সমন্বয়ক ডা. মাহবুর রহমান ইমেল, সমন্বয়ক সাদ্দাম হোসেন খান মিশুক ও তুনাজ্জিনা হক।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

আরও পড়ুন