রংপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
তিনি জানান, এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে চিকিৎসা খরচের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
ঢাকা থেকে রংপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের উপরে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। ট্রাকটি শনিবার ভোর পৌনে ৫টার দিকে পীরগঞ্জের কলাবাগান এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হন।
জিতু কবীর/এফএ/জেআইএম