লেগুনা বন্ধে মির্জাপুরে দুর্ভোগে স্থানীয়রা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কের ১৮ কিলোমিটারের এই অংশে শুধুমাত্র ধেরুয়া রেল ক্রসিং এলাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটছে।
এদিকে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য মহাসড়কে চলাচলকারী লেগুনা ও ম্যাক্সি চলাচলে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় যাত্রীরা। তারা ঘণ্টার পর ঘণ্টা বাস স্টেশনে দাঁড়িয়ে থাকছেন। অনেককে ভাড়ায় চালিত মোটারসাইকেলে চড়ে গন্তব্যে যেতেও দেখা গেছে। এতে ক্রেতা না আসায় মির্জাপুর বাজারে ব্যবসায়ীদের বিক্রিতে বিঘ্ন হচ্ছে। খুব প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।
মির্জাপুর বাজারের ব্যবসায়ী সুমন মিয়া জানান, লেগুনা ও ম্যাক্সির চলাচল বন্ধ থাকায় বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে।
মির্জাপুর-কেদারপুর ভায়া নাগরপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশার চালক আজিজুল খান বলেন, লেগুনা ও ম্যাক্সি বন্ধ থাকায় তাদের যাত্রী নেই। অনেকেই ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছেন।
সীমা আক্তার বলেন, শুক্রবার সকালে সখিপুরের নলুয়া থেকে মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নের সিঞ্জুরি গ্রামে বাবার যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে গোড়াই এলাকায় এসে প্রায় দুই ঘণ্টা বসে থেকে কোনো যান না পেয়ে মির্জাপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বাবার বাড়ি যান। এতে তার সন্তান ও ব্যাগ নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। যেখানে গোড়াই থেকে বাড়ি যেতে তিনজনের খরচ হতো ১৫০ টাকা সেখানে তাকে ৫শ টাকা গুনতে হয়েছে বলে জানান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, যানজট এড়াতে লেগুনা ও ম্যাক্সি বন্ধ করে দেয়া হয়েছে। কারণ ওইসব যান মহাসড়কে যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামা করে। এতে যানজটের সৃষ্টি হয় বলে তিনি উল্লেখ করেন।
এস এম এরশাদ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা